শুরুতেই উইকেট হারিয়ে চাপে ভারত

0

ক্রিকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শুরুটা ভালোই করেছিলেন দুই নিয়মিত পেসার শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এ দুই তরুণের আগ্রাসী পেস আক্রমণে ব্যাটই চালানোর সুযোগ পাননি ভারতীয় দুই ওপেনার যশস্বি জাসওয়াল এবং দিব্বংশ সাক্সেনা।

আর সাকিব-শরীফুলের আগুনে বোলিংয়ের পূর্ণ ফায়দা নিয়েছেন তিন নম্বরে বোলিং করতে আসা অভিষেক দাস। নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার সাক্সেনাকে।

রানের জন্য হাঁসফাঁশ করতে থাকা সাক্সেনা অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে ধরা পড়েছেন পয়েন্টে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে। আউট হওয়ার আগে সাক্সেনা ১৭ বল খেলে মাত্র ২ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকার পচেফট্রমে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত যুব অধিনায়ক আকবর আলি। শেষ পর্যন্ত ১৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪৬ রান করেছে ভারত

জেয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM