মোহরায় অস্বচ্ছলদের কম্বল বিতরণ করলেন সিটি মেয়র

0

নগরের মোহরায় অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চসিকের পক্ষে প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খানের উদ্যোগে মৌলভী বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করা হয়।

প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, খালেদ হোসেন খান মাসুক, মুক্তিযোদ্ধা আবদুল মালেক খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ উদ্দিন চৌধুরী।

এছাড়া এসএম আনোয়ার মির্জা, আবদুল মান্নান ফেরদৌস, আবদুর রশিদ লোকমান, নঈম উদ্দিন খান, হাজী সোয়েব ইসলাম, রোবায়েত হোসেন খান ও ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্তমান সরকার গরীব বান্ধব সরকার। এই সরকার দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। তারই পথ অনুসরণ করে আওয়ামী লীগের আদর্শের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. এসকান্দর ও আবুল কালাম দুলাল।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM