‘একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারেন না’

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারেন না। আর যদি কেউ করে থাকেন, তবে তিনি নিঃসন্দেহে ইসলামের পথ থেকে দূরে সরে গেছেন। তাই আমাদের উচিৎ ইসলামের প্রকৃত মর্মার্থকে অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা।

- Advertisement -

আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার দুইদিনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

পটিয়া সদরে প্রতিবছরের ন্যায় এবছরও শুক্রবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বিচ্ছিন্নতার ব্যাপারে আমাদের সতর্কতার সঙ্গে এগুতে হবে। বিচ্ছিন্নতা শুধু আকিদার ব্যাপারে নয়, বরং দ্বীনের সকল মাসায়েলের ক্ষেত্রে বিচ্ছিন্নতার প্রভাব রয়েছে। আমরা মনে করি, শুধু আকিদার মাধ্যমেই বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। আকিদা নয়, বরং সর্বক্ষেত্রে আমাদের মাঝে ঐক্য থাকতে হবে। আদর্শ মানুষ তৈরি করতে কওমী মাদ্রাসার কোনো বিকল্প নেই।

- Advertisement -islamibank

চার অধিবেশনে অনুষ্ঠিত মহাসম্মেলনের প্রথম দিনে উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমুদুল্লাহ।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন বক্তব্য রাখেন আল্লামা আব্দুল বাছেত খাঁন সিরাজী, মাওলানা এমদাদ, মাও. ড. আফম খালিদ হুসাইন, মাওলানা মুফতি আরশদ রহমানী, মাওলানা আবু বকর, অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ‘ল’ এর সদস্য আবু তালেব রহমানী, আল্লামা মুফতি ইয়াছির নদীম কাসেমী।

প্রথমদিন বৃহস্পতিবার মাদ্রাসার মুহাদ্দিস আখতার হোসাইনের পরিচালনায় বক্তব্য পেশ করেন মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদ উল্লাহ, রাজঘাটা মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ, চকরিয়া দারুল ইরফান মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল কাদের, পটিয়া জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা জাকারিয়া, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা জাহেদ উল্লাহ, জিরি জামিয়া আরবিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলাম, ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সালমান বিজনুরী, মাওলানা মনির আহমদ সাহেব, ঢাকা দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক চম্বলী, মাওলানা কেফায়াতুল্লাহ, আল্লামা মুফতি ওবাইদুল্লাহ আস’আদী, মাওলানা আব্দুর রহীম বোখারী ও মাওলানা হাফেজ আবদুল হক।

আর্ন্তজাতিক এ মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM