সিইউজের নতুন কমিটিকে বিএফইউজের অভিনন্দন

0

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানান।

সংগঠনটির পক্ষ থেকে মহাসচিব শাবান মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিইউজের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থরক্ষায় সাংগঠনিক দায়িত্ব পালন করবে যা সাংবাদিকদের যেকোন ধরণের সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

এর আগে সিইউজের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন বার্তা পাঠায় চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিইউজে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM