প্রবৃদ্ধি রেকর্ড ৭.৮৬ শতাংশ

0

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ। যা প্রাথমিক হিসেবে ছিল ৭.৬৫ শতাংশ।

একই সময়ে মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার। সে হিসেবে বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৩ টাকা) প্রায় এক লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় হয়।

এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৮ শতাংশ; মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।

সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ৭.৪ শতাংশে। এছাড়া মাথাপিছু আয় হয়েছে এক হাজার ৭৫১ ডলার।

জয়নিউজ/হোসেন

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM