রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলামে পড়াবে সরকার

রোহিঙ্গা শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিয়ানমারের কারিকুলামেই তাদের শিক্ষা দেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গাবিষয়ক সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, সম্প্রতি রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব শিশুকে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেওয়া হবে, যাতে মিয়ানমারে ফেরার পর তারা সেখানে খাপ খাইয়ে নিতে পারে। তাদের শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোও স্বতন্ত্র হবে। অর্থাৎ বাংলাদেশিদের সঙ্গে নয়, বরং রোহিঙ্গা ক্যাম্পে আলাদা করে তাদের শিক্ষার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ইউনিসেফের হিসাব অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ শিশু কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলোতে বাস করছে। এদের মধ্যে ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM