ইশরাকের প্রচারণায় সংঘর্ষ

ঢাকা দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনি প্রচারে সংঘর্ষ হয়েছে। এসময় সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর অনেক সমর্থকও রয়েছেন।

- Advertisement -

রোববার(২৬ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে টিকাটুলির হাঁটখোলা এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

- Advertisement -google news follower

স্থানীয় বিএনপি কর্মীরা বলছেন, দুপুর ১টার দিকে ইশরাক মিছিল নিয়ে গোপীবাগে নিজের বাসার দিকে যাওয়ার সময় ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা’ তাদের ওপর হামলা করে।

এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ঢিল ছোড়াছুড়ি চলে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষের খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -islamibank

সংঘর্ষের পর বাসায় ফিরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বিনা উস্কানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে। বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM