চট্টগ্রাম কলেজ এইচএসসি-৮৬ ব্যাচের পুনর্মিলনী ২৪ জানুয়ারি

0

চট্টগ্রাম কলেজ এইচএসসি-৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য পুনর্মিলনীতে স্মৃতিচারণ, নৌ-ভ্রমণ, শিশুকিশোরদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ থাকছে নানা আয়োজন। বুধবার (২২ জানুয়ারি) এক প্রস্তুতি সভায় পুনর্মিলনীর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আয়োজকরা।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিভার ক্রুজে ভ্রমণ, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্মৃতিচারণ ও ২০১৪ সালের প্রথম পুনর্মিলনীর স্লাইড শো, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ৯টা থেকে রাত দশটা নৈশভোজ। সবশেষে থাকছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM