শিক্ষাসামগ্রী বিতরণ করল মুনিরনগর ছাত্রলীগ

0

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড ছাত্রলীগ কইস্যা পুকুরপাড় সংলগ্ন রাইডার্স ক্লাবে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে সোমবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষাসামগ্রী বিতরণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ নেতা মো. নূর নবী। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা মো. নওশাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ও সরকারি বাকলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম হুমায়ন কবির আজাদ ও স্থানীয় যুবলীগ নেতা মো. সালাউদ্দিন।

ছাত্রলীগ নেতা মো. আবিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ বীরু, ছৈয়দ রবিউল আলম বাধন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মো. আসাদ, রেজা হাসান কায়েস, মো. ইমতিয়াজ, মো. সোহেল, মো. মাসুদ, মো. নিহাদ, বিজয়, ফাহিম, জয়, হৃদয় ও রহিদ।

বক্তারা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেতা আ.জ.ম. নাছির উদ্দিনের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে জানানোর নির্দেশনা দেন। অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফারুককে সম্মাননা প্রদান করা হয়।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM