বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

0

মহেশখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়রে হাতে নির্মম ভাবে খুন হয়েছে আপন ছোট ভাই।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘাতক বড় ভাই মামুনসহ ৩ জনকে  আটক করেছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার ৮নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাড়ির সীমানা দওেয়াল নির্মাণের জের ধরে মৃত আব্দু সমদ ভুইয়ার বড় ছেলে মোহাম্মদ  সাগর  ও মামুনের সঙ্গে বগড়া বাঁধে ছোট ছেলে শাহরয়িার সামুর। এক পর্যায়ে বড় ভাই মামুনের ছুরির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে  ছোট ভাই শাহরিয়ার সামু(২০)।

মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নউিজ/শাহাব উদ্দিন/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM