হাটহাজারীতে সওজের সাড়ে ৩ শতক জায়গা উদ্ধার

0

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের প্রায় সাড়ে ৩ শতক জায়গা উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

রোববার (১৯ জানুয়ারি) বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় বেশ কয়েকটি পাকা স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়।

অভিযানে সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, হাটহাজারী মডেল থানার পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে উদ্ধারকৃত জায়গা কিছু ব্যবসায়ীদের দখলে ছিল। অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদের বার বার অবৈধ দখল ছেড়ে দেওয়ার কথা বলা হলেও তারা কর্ণপাত করেননি। ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সওজের প্রায় ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো উদ্ধার করা হবে। উদ্ধারকৃত জায়গার পূর্বদিকেও ১২ শতক সরকারি খাস জায়গা দখলে আছে। তাও উদ্ধারে নামবে প্রশাসন। উদ্ধারকৃত জায়গায় দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM