চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সংঘর্ষের নেপথ্যে

0

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

দলীয় কোন্দল ও চট্টগ্রাম কলেজে ১০ তলা ভবনের চলমান কাজের বিরোধ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জের ধরে এ সংঘর্ষ বলে জানিয়েছে একটি সূত্র।

এর আগে বৃহস্পতিবারও (১৬ জানুয়ারি) দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয়গ্রুপ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী জয়নিউজকে বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে মিছিল না করার বিষয়ে বৈঠক চলাচালে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM