হলুদে রাঙা দলইনগরের মাঠ

মাঘের শিশির ভেজা সরিষা ভরা হলুদে মাঠ আর বাতাসে সরিষা ফুলের মিষ্টি গন্ধে ভরপুর চারদিক। কোথাও আবার মৌ মাছিরা গুনগুন শব্দে মধু সংগ্রহে ব্যস্ত। গ্রামের মেঠো পথের পাশে যেন প্রকৃতি হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। সকালে সূর্য়ের আলোয় ঢেউ খেলানো এমন দৃশ্য দেখে যেকেউ বিমোহিত হবেন এটা নিশ্চিত।

- Advertisement -

হলুদে রাঙা দলইনগরের মাঠ | DSC 0919

- Advertisement -google news follower

এইতো গেল সরিষা ফুলের সৌন্দর্যের কথা। তেলবীজ হিসেবে বাংলাদেশের একটি অর্থকরী ফসলও সরিষা। তবে চট্টগ্রামে সরিষার তেমন আবাদ হয় না বললেই চলে। আমন ধানের পর বেশিরভাগ কৃষক সবজিচাষকে করেন জমিতে। তবে রাউজান দলইনগরের চার থেকে পাঁচজন কৃষক তাদের জমিতে গেল কয়েকবছর ধরে করছেন সরিষা চাষ।

হলুদে রাঙা দলইনগরের মাঠ | DSC 0835

- Advertisement -islamibank

কৃষকরা জানালেন, আমন ধানের পর জমিতে আগে শীতকালীন সবজি চাষ করতেন। তবে গেল কয়েকবছর সরিষা চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় এখন সরিষা চাষ করছেন। তাদের দেখাদেখি গ্রামের অনেক কৃষকও আগ্রহী হচ্ছেন সরিষা চাষে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ছবিগুলো তোলা।

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM