পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

0

পটিয়ার শান্তিরহাটে বিপরীতমুখী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৫জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত দুইজন পুরুষের বয়স আনুমানির ৩৫ থেকে ৪০ মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া ফায়ার সার্ভিসের লিডার দীপক কুমার দাশ জয়নিউজকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে পটিয়ামুখী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। অন্যদের চিকিৎসা চলছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM