‘এ’ দলে ডাক পেলেন আশরাফুল

0

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক মাস অতিক্রম না হতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফেরার স্বপ্ন পূরণ হওয়ার পথে মোহাম্মদ আশরাফুলের। ইতিমধ্যেই ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

জাতীয় দল থেকে বাদ পড়া ও এইচপি দলের ক্রি‌কেটারদের অংশগ্রহণে গড়াবে চারদিনের একটি ম্যাচ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষের ম্যাচে ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন আশরাফুল।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রিপোর্টিং শেষে দলের সঙ্গে খুলনার উদ্দেশে রওনা হয়ে যান ‍তিনি।

আশরাফুল বলেন, ‘জাতীয় দল নিয়ে চিন্তা করে লাভ নেই। জাতীয় লিগের আগে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছি, ম্যাচটি ভালভাবে শেষ পারলেই হলো। কিন্তু এখানে খেলে জাতীয় দল নিয়ে ভাবার সুযোগ নেই।’

প্রসঙ্গত, খুলনায় অনুষ্ঠেয় চারদিনের এই ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়া অর্থাৎ ‘এ’ দল ও এইচপি দলের ক্রি‌কেটাররা ভাগ হয়ে ‘বিসিবি লাল’ ও ‘সাদা দল’ নামে খেলবে।

 জয়নিউজ/এসআই/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM