ভারতে ২২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত

0

ভারতে ২২ টাকা কেজি দরে মধ্যবিত্তের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গতবছরের শেষ দিকেই সেঞ্চুরি হাঁকিয়েছিল পেঁয়াজ। এখনো ৮০ থেকে ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে কোথাও কোথাও। এর মধ্যেই মঙ্গলবার পেঁয়াজের দাম কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্র।

চাহিদার কথা মাথায় রেখে গতবছরই বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ কেনার অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তুরস্ক, মিশর এবং আফগানিস্তান থেকে পৌঁছে ১৮ হাজার টন পেঁয়াজ। কিন্তু মূল্যবৃদ্ধির কারণে খাদ্যদ্রব্য বিক্রি কমে যাওয়ায় বিক্রি করা যায়নি আমদানি করা পেঁয়াজ। তাই পেঁয়াজের দাম আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয়  খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ান গণমাধ্যমকে বলেন, ‘‘মোট ১৮ হাজার টন পেঁয়াজ আমদানি করা হলেও এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র দুই হাজার টন। তাই ২২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM