যাত্রীর পেটে পাওয়া গেল ৮ স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের রেক্টাম (বৃহদন্ত্র) থেকে ৮টি র্স্বনের বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ওই যাত্রী এয়ার এরাবিয়ার (জি৯-৫২৩) একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান। এই ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

- Advertisement -

আটক যাত্রীর নাম মো. মোরশেদ (৩৮)। তার গ্রামের বাড়ীর চট্টগ্রামের রাউজানে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জয়নিউজকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে আমরা মোরশেদকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবদে প্রথমে সে তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করে। পরে আমরা তাকে ডাক্তারি পরীক্ষা করার কথা বললে সে র্স্বণের বার থাকার কথা স্বীকার করে। পরে তার পেটের রেক্টাম(বৃহদন্ত্র) থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার কাছে ১০০ গ্রাম তৈরি  স্বর্ণও পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম। মোরশেদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় মামলা করা হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/কামরুল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM