পাহাড়ে শিক্ষায় যারা বাধা দেয় তারা জনগণের শত্রু: সাংসদ দীপংকর

পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে যারা বাধা দেয়, তারা জনগণের বন্ধু হতে পারে না। এরা পাহাড়ের জনগণের শত্রু। এদের বয়কট করতে হবে। তারা যদি জনসমর্থন না পায় তাদের সন্ত্রাসী কার্যক্রমও বন্ধ হয়ে যাবে।

- Advertisement -

কাপ্তাইয়ে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সোমবার (১৩ জানুয়ারি) চিৎমরম স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষাখাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সবসময়। বছরের প্রথমদিন কোটি কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, অবৈতনিক শিক্ষা, শিক্ষা উপবৃত্তি এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলে।

- Advertisement -islamibank

৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রাক্তন ছাত্র ক্যাচিংপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ জুনায়েত কাউসার, কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা।

জয়নিউজ/নজরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM