সীতাকুণ্ডে ট্রাকের হেলপার, সাতকানিয়ায় রোহিঙ্গা নিহত

সীতাকুণ্ড ও সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ওই ট্রাকের হেলপার মো. হাবেল (২৪)।  পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবেল টাঙ্গাইলের  ধনবাড়ী থানার রূপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

- Advertisement -google news follower

অপরদিকে, সাতকানিয়ার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেেএকটি জিপগাড়ি থেকে মাথা ঘুরে পড়ে যান নুরুল আমিন (৩৫)।  পরে নুরূল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেকে আনা হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত নুরুল আমিন একজন রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank
জয়নিউজ/এমএইচকে/পিডি

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM