ফায়ার সার্ভিসে বিদায় ও বরণ সংবর্ধনা

0

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুই কর্মকর্তাকে বিদায় ও বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস সম্মেলন কক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ও উপসহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুৎসুদ্দি পদোন্নতি পেয়ে ফেনী জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে বদলি হয়েছেন।

অপরদিকে, দিনাজপুর জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে উপপরিচালক পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে যোগ দিয়েছেন। একইসঙ্গে চট্টগ্রামে উপসহকারী পরিচালক হিসেবে তৌফিকুল ইসলাম ভূঁইয়া কাজে যোগ দিয়েছেন।

সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপপরিচালক(অব)সুভাষ চন্দ্র দেবনাথ।
উপপরিচালক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এনেলসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা ও নবাগত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জয়নিউজ/কেকে/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM