ফুল দিয়ে সূর্য সেনকে স্মরণ

রাউজানে মাস্টারদা’ সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের নেতারা।

- Advertisement -

রোববার (১২ জানুয়ারি) সকালে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারা এ পুষ্পস্তবক অর্পণ করেন।

- Advertisement -google news follower
ফুল দিয়ে সূর্য সেনকে স্মরণ
সূর্য সেনের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, মাস্টারদা’ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটি, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ ও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।

পরে মাস্টারদা’ সূর্য সেন স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে সূর্য সেন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপধ্যাক্ষ অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, রোকন, ইকবাল হোসেন, আলমগীর, সাবের উদ্দিন, আসাদ, এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আশিফ, ছাত্রলীগ নেতা আরমান সিকদার ও ফয়সাল মাহমুদ।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM