কাটাবন্দুক-কিরিচসহ পিতা-পুত্র গ্রেপ্তার

0

কক্সবাজারের পেকুয়ায় কাটা বন্দুক-কিরিচসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১জানুয়ারি) রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগারা  এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আটকরা হলেন, ওই সাপেরগারা এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবুতালেব (৪৭) ও তার ছেলে মোর্শেদ (২২)।

সুত্র জানায়,  গোপন সংবাদে গভীর রাতে অভিযান চালিয়ে আবু তালেব ও তার ছেলে মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি  কাটা বন্দুক ও কিরিচ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, শিলখালী জারুলবুনিয়াসহ একাধিক দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির ঘটনায় আবু তালেব ও তার ছেলে জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অপতৎপরতায় এলাকার মানুষ এতদিন জিম্মি ছিল।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জয়নিউজ/গিয়াস/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM