শিকলবাহায় বিদ্যুৎ নেই দুই দিন

0

কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নে গত দুই দিন ধরে (সোমবার বিকেল পর্যন্ত) বিদ্যুৎ নেই। এতে প্রায় পাঁচ হাজার পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, রোববার দুপুর ১টা থেকে আমাদের ইউনিয়নে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হলে তারা লাইনের কাজ চলছে বলে জানায়। তীব্র গরমে এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। বিভিন্ন কলকারখানায় কাজও বন্ধ রয়েছে।

পটিয়া পিডিবি’র নির্বাহী প্রকৌশলী এম এ সাঈদ জানান, শিকলবাহায় বিদ্যুৎ লাইনের সিডি নষ্ট হওয়ায় পুরো ইউনিয়নে বিদ্যুৎ নেই। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি ঠিক হয়ে যাবে।

জয়নিউজ/এডি/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM