সবুজের ছড়াছড়ি জামানছড়ি

বাংলার সৌন্দর্যকে উপেক্ষা করে যারা বিদেশ ঘুরে বেড়ান তাদের দেখে কবিগুরু আক্ষেপ করে বলেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপরে/একটি শিশিরবিন্দু।

- Advertisement -

সবুজের ছড়াছড়ি জামানছড়ি

- Advertisement -google news follower

বাংলার পরতে পরতে সৃষ্টিকর্তা যে রূপ দিয়েছেন তাতে কত সৌন্দর্য পিপাসু বিমোহিত হয়েছেন তার ইয়ত্তা নেই। এমনই একটি সৌন্দর্যের লীলাভূমি জামানছড়ি।

সবুজের ছড়াছড়ি জামানছড়ি

- Advertisement -islamibank

নামটি অনেকের কাছে একেবারে নতুন মনে হতে পারে। না, খুব বেশি দূরে নয়। কাপ্তাই চিৎমরম ঘাট থেকে নৌকায় মাত্র বিশ মিনিটের পথ।

জামানছড়িতে খুব বেশি জনবসতি নেই। প্রায় ৩০টি মারমা পরিবার এখানে বাস করেন।

সবুজের ছড়াছড়ি জামানছড়ি

কোলাহল ছাড়িয়ে যারা একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ স্থান হতে পারে জামানছড়ি। যারা তাবুতে ক্যাম্পিং করতে ভালোবাসেন তাদের জন্য এটি অসাধারণ এক স্থান। বাড়তি পাওনা হিসেবে আছে নানা পদের বাহারি পাহাড়ি খাবার।

 

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM