মুজিববর্ষের কাউন্টডাউন ক্লক উদ্বোধন করলেন বঙ্গবন্ধুকন্যা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরে স্থাপিত চারটি ‘কাউন্টডাউন ক্লক’ এর উদ্বোধন করেছেন।

- Advertisement -

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ উদ্বোধন করা হয়।
মুজিববর্ষের কাউন্টডাউন ক্লক উদ্বোধন করলেন বঙ্গবন্ধুকন্যাপ্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষের ক্ষণগণনার কাউন্টডাউন ক্লক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য ডা. আফছারুল আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, সিএমপি কমিশনার মাহবুবর রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ মুক্তিযোদ্ধা, রাজণতিবিদ, পেশাজীবী, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণরা।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিভিন্ন তথ্যচিত্র, জাতির পিতার ছবি সম্বলিত ব্যানার, পোস্টার প্রদর্শিত হয়। বড় পর্দায় দেখানো হয় বিটিভি সম্প্রচারিত জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান।

সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ ঘোষণা করেছে

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM