রাউজানে তিন স্থানে ক্ষণগণনা শুরু

রাউজানের তিনটি স্পটে পৃথকভাবে বসানো কাউন্ট ডাউন ঘড়িতে ক্ষণগণনার কার্যক্রম শুরু হয়েছে।

- Advertisement -

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সহায়তায় কাউন্ট ডাউন ঘড়ি স্থাপন করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, উপজেলার মুন্সির ঘাটা, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ও নোয়াপাড়া পথেরহাট বাজারের ভারতশ্বরী প্লাজার সামনে ক্ষণগণনার (কাউন্টডাউন) ঘড়ি বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতির পিতার শততম জন্মবার্ষিকী ক্ষণগণনার কার্যক্রম উদ্বোধনের পর রাউজানেও ক্ষণগণনা শুরু করা হয়।

- Advertisement -islamibank

রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী ও নোয়াপাড়া কলেজের অধ্যপিকা সালসা বিন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ভারতীয় হাই কমিশনার বিভা গাঙ্গুলি দাশ, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিন্দ্য ব্যান্যার্জী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

অনুষ্ঠান শেষে মঞ্চে ঢাকা, চট্টগ্রামের ও রাউজান শিল্পকলা একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM