বায়েজিদে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

0

নগরের বায়েজিদে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, চুরি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে আমিন জুটমিলের সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিলভিউ আলী নগরের মৃত বাবুলের ছেলে সোহেল ওরফে শাম্মী (২৬) ও বালুচরা কাঁঠাল বাগান এলাকার মো. হোসেনের ছেলে মো. জামসেদ (৩০)।

বায়েজিদ থানার উপ-পরির্দশক (এসআই) আফতাব উদ্দীন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোহেল ও জামসেদকে গ্রেপ্তার করি। সোহেলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাইসহ ৫টি এবং জামসেদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ৩টি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আবারো মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/এমএইচকে/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM