চট্টগ্রামে মুজিববর্ষের কাউন্ট ডাউন ক্লক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি নগরের কাউন্ট ডাউন ক্লক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

- Advertisement -google news follower

সভায় জানানো হয়, নগরের টাইগারপাস থেকে লালখান বাজার কাজীর দেউড়ি, লাভ লেন, স্টেডিয়াম এলাকা, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা ও সিটি গেট এলাকায় মুজিব বর্ষের প্রচারণামূলক ব্রান্ডিং প্রদর্শন করা হবে।

সভার সভাপতি নগর পিতা আ জ ম নাছির উদ্দীন বলেন, মুজিববর্ষ পালনের প্রয়োজনীয় সকল নির্দেশনা দিয়ে স্থানীয় সরকারের পক্ষ থেকে সিটি করেপোরেশনকে অবগত করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক এই ক্ষণগনণা উদ্বোধনী অনুষ্ঠান উদ্যাপনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আন্তরিক দায়িত্ব পালন করতে হবে।

- Advertisement -islamibank

ক্ষণগননা অনুষ্ঠান উদ্যাপনে আপামর জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে সংশ্লিষ্ট গণমাধ্যমকেও ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দীপক চক্রবর্তী, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিডিএ প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান,চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, পরিবেশ অধিদপ্তর পরিচালক আসাদুর রহমান মল্লিক, পিডিবি নির্বাহী প্রকৌশলী ওয়াজেদকাওসার, গণপূর্ত অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নেজাম উদ্দিন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপসহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, পিডিবি সহকারী প্রকৌশলী খোরশেদ আলম চৌধুরী, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আবদুল কাদের, সলিমুল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, গোলাম সাইয়েদ মিন্টু, নাজমুল হক ডিউক, মো. আযমসহ সংশ্লিষ্ট সেবাসংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জানানো হয়, মুজিববর্ষের চারটি কাউন্ট ডাউন ক্লক শুক্রবার (১০ জানুয়ারি)দুপুর ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সন্ধ্যা ৬টা থেকে জিমনেসিয়ামে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে জনপ্রিয় ব্যান্ড শিল্প সোলস, ঐশি এবং চট্টগ্রামের শিল্পীদের গান।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM