পটিয়ায় আগুনে নিঃস্ব ৫ পরিবার

0

পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে অগ্নিকাণ্ডে দুটি দ্বিতল কাঁচা বসতঘর ও  তিনটি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে রশিদ আহমেদের বাড়িতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে সবাই যখন ঘুমে আছন্ন তখনই   ঘরগুলোতে আগুন লাগে।খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান,   ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র শীতের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে থাকছেন। তাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

জয়নিউজ/কাউছার/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×