জিয়াউল হক মাইজভাণ্ডারী দারিদ্র্য বিমোচন সামগ্রী বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী (এমপি) বলেছেন, সরকার একার পক্ষে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। দারিদ্র্য বিমোচনে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়।

- Advertisement -

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার দোহাজারী পৌরসভায় শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবীল) ব্যবস্থাপনায় দারিদ্র্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকল্প পরিষদের সহসভাপতি মুহাম্মদ সিরাজুল মোস্তাফা। প্রধান বক্তা ছিলেন জামিরজুরী আজিজিয়া রজবীয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ হোছাইন আল-কাদেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।

অনুষ্ঠান শেষে দারিদ্র্যদের মধ্যে দুইটি সিএনজি, ৪টি অটোরিকশা, ৫টি সেলাই মেশিন ও একটি মাছ ধরার জাল বিতরণ করা হয়।

জয়নিউজ/রাজ্জাক/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM