ঢাকা সিটি নির্বাচন: দক্ষিণে আমু, উত্তরে তোফায়েল আ’লীগের সমন্বয়কারী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

ঢাকা দক্ষিণে আমির হোসেন আমু ও উত্তরে তোফায়েল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে এদের নেতৃত্বে দুই সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দুটি টিম কাজ করবে।

- Advertisement -google news follower

দলীয় কাযনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

জাতীয় সম্মেলনের পর নবনির্বাচিত কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মূলতবি সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

এ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং দক্ষিণের সদস্য সচিব করা হয়েছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে।

দক্ষিণের এ সমন্বয় কমিটিতে আরও রয়েছেন- সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ।

এছাড়া উত্তরে রয়েছেন-সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি এই দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM