টাইফুন ম্যাংখুতে নিহত ৬৪

ফিলিপাইনে আঘাত হানার পর হংকং ও চীনের মূল ভূ-খণ্ডে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ম্যাংখুত। এই সুপার টাইফুনের আঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ’ লোক। এখনো ম্যাংখুতের প্রভাব পুরোপুরি কাটেনি।

- Advertisement -

ঘণ্টায় ১৭৩ কিলোমিটার বেগে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ায় বাড়িঘর থেকে ছাদ ধসে পড়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছ। এছাড়া এর প্রভাবে বৃষ্টি ও ভূমিধস হয়েছে অনেক। চীনের মূল ভূখ-ের দক্ষিণে গুয়াংডং প্রদেশে জিয়াংমেন শহরে স্থানীয় সময় রোববার (১৬ সেপ্টেম্বর) বিকাল পাঁচটা নাগাদ আছড়ে পড়ে ম্যাংখুত। গুয়াংডংয়ে দু’জনের মৃত্যুর খবর মিলেছে। এই প্রদেশে জনবসতি সবচেয়ে বেশি। ইতোমধ্যেই ২৫ লক্ষ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। হংকং সীমান্তে হাইন্যান দ্বীপ থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

- Advertisement -google news follower

এর আগে ফিলিপাইনের উত্তরে লুজন দ্বীপ এলাকায় ছোট শহর এবং গ্রামের বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে ম্যাংখুত।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM