নতুন বই নিয়ে ফেরার পথে লাশ হলো স্কুলছাত্রী

0

নতুন বই নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক স্কুল শিক্ষার্থী। বুধবার (১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে নগরের পতেঙ্গার কাটগড় ধুমপাড়া এলাকায় মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘেটে। নিহত স্কুল শিক্ষার্থী রেশমি আক্তার(১০)মীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্রথ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নতুন বই আনতে রেশমি স্কুলে যায়। বই নিয়ে ফেরার পথে রাস্তার একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে রেশমি। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তাকে আর বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জয়নিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় রেশমিকে তার বাবা ও চাচা হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জয়নিউজ/এমএইচকে/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM