ছাত্রনেতাদের নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকতে হবে: চসিক মেয়র

ছাত্রনেতাদের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শহীদ ছাত্রনেতা নাছিমউদ্দিন খানের ২১তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে আন্দরকিল্লা কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

মেয়র নাছির বলেন, শহীদ ছাত্রনেতা নাছিম উদ্দিন খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক কর্মী ছিলেন। ঘাতকের বুলেটে প্রাণ যাবার পূর্ব পর্যন্ত তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

এতে সভাপতিত্ব করেন স্মরণ সভার উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট চন্দন তালুকদার।

- Advertisement -islamibank

দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ ও সাবেক ছাত্রনেতা এমএ মান্নান শিমুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, মরহুমের অনুজ সাবেক ছাত্রনেতা তৌফিকুর রহমান লাবন, নাজিমুল ইসলাম মজুমদার, লুৎফুন হক খুশী, জসিম উদ্দিন, শফিউল আলম সিদ্দিকী, জাবেদুল আলম সুমন, সুজিত দাশ, সাখাওয়াত হোসেন সাকু, তানভীর আহমেদ রিংকু, নঈম উদ্দিন খান, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, ওয়াহেদ রাসেল, রেজাউল আলম রনি, রুবেল আহমেদ বাবু, ইমরান আহমেদ ও সুজায়মান বড়ুয়া জিতু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিক রায়হানুল কবির শামিম, নাছির উদ্দিন কুতুবী, রাসেদ চৌধুরী, আরবিন সাকিব ইভান, ফাহাদ আনিস, শেখ মো. সোহেল, পৌলম দেব ভুবন, তরুন দাশ প্রলয়, মিশকাতুল কবির, কাজী রবিউল ইসলাম ফাহাদ, মো. রবিন, সালাউদ্দিন আকাশ, রবিউল হাসান কমল, মো. ইলিয়াছ, অনিন্দ্য দেব, মো. বেলাল, ফাহিম আল শাহরিয়ার, মো. রবিন, অভিজিৎ পান্ডে, আবদুল মালেক, বরকত উল্লাহ সোহেল, চন্দন পালিত, আবু সায়েম, রবিন দে, রিপন বড়ুয়া, রুবেল আহমেদ বাবু, অপু, শান্তনু কুমার রায়, মো. ওসমান উদ্দিন, রানা হাজারী, আফতাব আলী খান, অসীক দত্ত, এম আই হোসেন সাহিদ, আবু সৈয়দ খান, আবু হাসনাত হাসান, সালাউদ্দিন কামরুল, মঈনুল ইসলাম, ডা. আহমদ মান্নান, জামাল উদ্দিন আহম্মদ, সহিদুল ইসলাম, মামুন বাদশা, শফি, রাকিব, আমানল্লাহ ইমন ও মো. মামুন প্রমুখ।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM