জাপার নেতৃত্বে রওশন, কাদের ও রাঙ্গা

0

হুসেইন মুহাম্মদ এরশাদের সহধর্মিনী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া দলে আবারো মহাসচিব নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন হলের বাইরে অনুষ্ঠিত কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. শেখ সিরাজুল ইসলাম কাউন্সিলরদের সম্মতিতে আগামী তিন বছরের জন্য রওশন ও কাদেরের নাম ঘোষণা করেন। পরে গঠনতন্ত্র মোতাবেক কমিটির নতুন চেয়ারম্যান জিএম কাদের দলের মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা দেন।

এসময় দলের নেতাকর্মীরা হাততালি ও শ্লোগান দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। দলের নেতারা ফুল ছিটিয়ে মঞ্চেই নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM