৪৪ বছর পর বসলো প্রাণের মিলন মেলা

‘এসো ফিরে যাই শৈশবে, আজ দেখা-দেখির দিন বলা-বলির দিন’ স্লোগানে ৪৪ বছর পর তাইন্দং উচ্চ বিদ্যালয়ে বসেছে প্রাণের মিলন মেলা।

- Advertisement -

শুক্রবার (২৭ ডিসেম্বর) খাগড়াছড়ির প্রত্যন্ত জনপদ মাটিরাঙার তাইন্দংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

পুনর্মিলনীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা লিসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মিলিত হয়েছে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

৪৪ বছর পর বসলো প্রাণের মিলন মেলা | IMG 3222তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, মাটিরাঙা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।

- Advertisement -islamibank

সভায় প্রধান অতিথি বলেন, কষ্টে অর্জিত বাংলাদেশ বর্তমান সময়ে অনেক দূর এগিয়ে গেছে। আগামী প্রজন্মকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। তবেই তারা বড় মানুষ হওয়ার স্বপ্ন থেকে পড়ালেখা করে বড় স্থানে অধিষ্ঠিত হয়ে এদেশের গর্বিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার পর এদেশের মানুষগুলো নিজেদের চেষ্টায় সম্মিলিতভাবে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বল্পন্নোত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছিল। বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। ২০৩০ সালের মধ্যে যদি এ উন্নয়নকে টেকসই করা যায় তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে বলে মন্তব্য করেন তিনি।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM