ধুলোর শহর

0

নগরে অবিরাম চলছে ওয়াসাসহ বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একদিন রাস্তা সংস্কার করলে, কয়েকদিন যেতে না যেতেই কাটা হচ্ছে সে রাস্তা । আবার সে কাজ সম্পন্ন করতে সময় লাগছে দিনের পর দিন। অলিগলি থেকে শুরু করে নগরে এমন কোনো রাস্তা নেই যেখানে খোঁড়াখুঁড়ি হয়নি। চারিদিকে পরিকল্পনার অভাব স্পষ্ট।

আর এতে দুর্ভোগে জনজীবন-প্রকৃতি। বেশিরভাগ রাস্তা এখন পূর্ণ ধুলোবালিতে। সামান্য বাতাস অথবা যান চলাচলে ধুলোর কুণ্ডলী পাকিয়ে যায়। এর ভেতরে নগরবাসীকে চলতে হচ্ছে দম বন্ধ করেই। ধুলো থেকে রেহাই পায় না গাড়ি, ঘরবাড়ি, গাছপালা কোনো কিছুই। সব জায়গায় পড়েছে ধুলোর আস্তরণ।

নগরের পাহাড়তলী আমবাগান এলাকা থেকে ছবিগুলো তোলা।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM