ফসল খেতে এলো হাতি, প্রাণ গেল ঘুমন্ত কৃষকের

বান্দরবানের নাইক্ষ্যছড়িতে সিদ্দিক আহমদ (৮৫) নামে এক ঘুমন্ত কৃষকের মৃত্যু ঘটেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান এ্যানিং মারমা জানান, ধান খাওয়ার জন্য ভোররাতে ৪-৫টি বন্য হাতি নতুনপাড়া লোকালয়ে নেমে আসে। ওই গ্রামে সাত বাঙালিসহ অন্তত ৩৫ পরিবারের বসবাস। একটি হাতি ওই এলাকার বাসিন্দা সিদ্দিক আহমদের বসতবাড়িতে ধান খাওয়ার জন্য হানা দেয়। এ সময় হাতির আক্রমণে তার বসতবাড়ি ধসে পড়ে। এতে ঘরে ঘুমন্ত থাকা গৃহকর্তা কৃষক সিদ্দিক আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

- Advertisement -islamibank

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জয়নিউজকে জানান, সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বশরত আলীর ছেলে সিদ্দিকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার এবং নগদ অর্থ দেওয়া হয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM