মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন-তূর্য আটক

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন বলেন, রোববার (২২ ডিসেম্বর) ডাকসুর ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এজন্য শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তারা যে জড়িত তা সিসি ফুটেজে নিশ্চিত হওয়া গেছে। তদন্তের পর আরো বিস্তারিত বলা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM