আনন্দবাজারে কৃষকের জয়ধ্বনি

হালিশহরের বিস্তীর্ণ জমিগুলোতে এখন যতদূর চোখ যায় শুধু শীতকালীন সবজি ক্ষেত। ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ হরেক রকম সবজি। কেউবা বড় পরিসরে, আবার কেউবা অল্প জমিতে ফলাচ্ছেন শাকসবজি। সব জমিই বর্গা নিয়ে করেন বলে আয়ের একটা ভাগ চলে যায় জমির মালিকের কাছে।

- Advertisement -

আনন্দবাজারে কৃষকের জয়ধ্বনি | DSC 0703

- Advertisement -google news follower

কিন্তু তবুও আক্ষেপ নেই তাদের। পরিশ্রমের বিপরীতে বসুমতী যে উজাড় করে দিয়েছেন তাদের। তাই সবজিও ফলেছে তাদের আশাতীত। সবজি চাষী জাহিদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় হালিশহরে এবার সবজি চাষের পরিধি আরো বেড়েছে। শীতকালীন সব সবজিতে হয়ে বাম্পার ফলন। তাই অনেকে আগ্রহী হচ্ছেন পতিত জমিতে চাষ করতে।

আনন্দবাজারে কৃষকের জয়ধ্বনি | received 558358348352010

- Advertisement -islamibank

এ এলাকার শাকসবজি মানে ভাল ও পরিবহন সহজ হওয়ায় ফসল উঠলেই আড়তদাররা নিয়ে যাচ্ছেন। সরকারি সহায়তা পেলে এ এলাকায় সবজি দিয়েই নগরের সিংহভাগ চাহিদা মেটানো যাবে বলে জানান এ কৃষক।

নগরের হালিশহর আনন্দবাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাচ্চু বড়ুয়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM