চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১

0

চোরাই মুঠোফোন বিক্রির সঙ্গে জড়িত মো. আরমান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬২টি দেশি-বিদেশি মুঠোফোন উদ্ধার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) নগরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আরমান লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গ্রেপ্তার মো. আরমান একজন পেশাদার চোরাই মুঠোফোন বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বিক্রি করে আসছে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে সে ঢাকা থেকে ফোন নিয়ে চট্টগ্রামে বিক্রি করতে আসবে এমন তথ্য আমাদের কাছে আসে। সে তথ্যের ভিত্তিতে আজ স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×