উত্তাল ভারতের ১৩ শহর, নিহত ৩

0

ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দিল্লিসহ অন্তত ১০টি রাজ্যের ১৩টি শহর।

এবিক্ষোভ থামাতে পুলিশের গুলিতে কর্নাটনের মেঙ্গালুরুতে দু’জন, লখনৌতে একজন নিহত হয়েছেন। এছাড়াও কারফিউ জারি করা হয়েছে মেঙ্গালুরুতে। দেশজুড়ে আটক ও গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য মানুষকে।

লখনৌয়ের মাদেগঞ্জে জনতার সঙ্গে পুলিশের খণ্ড খণ্ড যুদ্ধ বাধে। এসময় একটি পুলিশ ফাঁড়ির বাইরে একাধিক গাড়িতে আগুন লাগানো লাগিয়ে দেয় জনতা।

লখনৌতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুহাম্মদ উকিল (২৫) নামের এক যুবক। মেঙ্গালুরুতে পুলিশের গুলিতে জলিল (৪৯) এবং নৌশিন (২৩) নামের দুজন নিহত হয়েছে বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ, সংঘর্ষের এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গুলি করে।

জয়নিউজ/বিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM