চকবাজারে এসএস টাওয়ারে আগুন

0

নগরের চকবাজারে এসএস টাওয়ার নামে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে চকবাজারের ছয়তলার ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন জয়নিউজকে বলেন, ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় ছিল বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হননি।

জয়নিউজ/হিমেল

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM