অবশেষে ওয়েবসাইট থেকেও সরানো হলো রাজাকারের তালিকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রাজাকারের নামের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশব্যাপি শুরু হয় তুমুল বিতর্ক। আর এ বিতর্কের অবসান ঘটাতে স্থগিত করা হয়েছে রাজাকারের তালিকা।

- Advertisement -

পরে  সেই তালিকাও বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে ওয়েবসাইট থেকে তুলে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ঘোষিত রাজাকারদের তালিকায় ভুল-ভ্রান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল যাচাই বাছাই শেষে এই তালিকা দেওয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন এ নিয়ে বিতর্কের পরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা সংশোধন ছাড়াই তারা প্রকাশ করেছে।

- Advertisement -islamibank

এদিকে ২৬ মার্চ রাজাকারের সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM