ট্রাকচালক থেকে চাঁদা নিতে এসে আটক হলো যুবক

ট্রাকচালক থেকে দশ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় মো. আমির হোসেন ( ২২) নামে এক যুবককে আটক করলো মাটিরাঙা সেনা জোনের গোয়েন্দারা।

- Advertisement -

আটক আমির হোসেন মাটিরাঙার বেলছড়ির পূর্ব খেদাছড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।তিনি
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চাঁদা কালেক্টর।

- Advertisement -google news follower

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মাটিরাঙার বেলছড়ি তাইফা এলাকার এরিয়া কমান্ডার টারজান চাকমা দীর্ঘদিন ধরে মো. শাহজাহান আলী নামের এক ট্রাকচালকের নিকট দশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী টারজান চাকমার বিশ্বস্থ সোর্স ও চাঁদা কালেক্টর আমির হোসেন মাটিরাঙা বাজার থেকে চাঁদার টাকা নিতে আসেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা ও ট্রাকচালক শাহজাহান আলীর সহযোগিতায় তাকে আটক করে।

- Advertisement -islamibank

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপিডিএফের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আমির হোসেন।

আটক আমির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাটিরাঙা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশিদ আলম।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM