খালেদার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়: বোর্ড

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছে সরকার গঠিত মেডিকেল বোর্ড। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেলই ভালো হবে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড সকালে তাদের প্রতিবেদন হস্তান্তর করার পর হাসপাতালের পরিচালক বলেন, খালেদা জিয়ার আগে থেকেই রিউম্যাটয়েড আথ্রাইটিস (গেঁটে বাত) রয়েছে। সে কারণে দুই হাত ও পিঠে ব্যথা অনুভব করেন। চোখেও সমস্যা রয়েছে। সেভাবে তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের রিপোর্ট কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM