‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে’

0

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যেগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ’১৯ শুরু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা শহীদ মিনার চত্বরে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এতে লোহাগাড়ার ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ,  ৪টি মাদ্রাসা ও সূর্যের হাসি ক্লিনিক অংশ নিচ্ছে।

মেলা পরিদর্শনে এসে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মুত্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, মিয়া মো. শাহজাহান, নুরুল আলম জিকু, লোহাগাড়া বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইলিয়াছ, দেবাশীষ আচার্য্য প্রমুখ।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM