এপিক নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখবে: মেয়র নাছির

এপিক হেলথ কেয়ার নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এপিক হেলথ কেয়ার আন্দরকিল্লা শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চার বছর আগে এপিক হেলথ কেয়ার উদ্বোধন করেছি উল্লেখ করে মেয়র বলেন, এপিক নগরবাসীকে উন্নতমানের সেবা দেওয়ার চেষ্টা করছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন। আশাকরি আন্দরকিল্লায়ও নগরবাসীকে স্বল্প মুনাফায় উন্নতমানের সেবা দিয়ে যাবেন।

এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান প্রকৌশলী এসএম লোকমান কবির বলেন, চকবাজার শাখার মতো নিত্যনতুন যন্ত্রপাতি ও সেবার সংযোজন এখানে অব্যাহত থাকবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আন্দরকিল্লা এলাকার স্বাস্থ্যসেবার মানের গুণগত পরিবর্তন করবো।

- Advertisement -islamibank

এপিক নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখবে: মেয়র নাছির

স্বাগত বক্তব্যে এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম আবু সুফিয়ান বলেন, এপিক খুব স্বল্প সময়েই অর্জন করেছে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নগরবাসীর আস্থা। নগরবাসীর এই আস্থা ও প্রত্যাশা পূরণে এপিক পরিবার বদ্ধপরিকর।

এপিক হেলথ কেয়ার আন্দরকিল্লা শাখা-আন্দরকিল্লা, জামালখান, রহমতগঞ্জ, এনায়েতবাজার, ঘাটফরহাদবেগ, টেরিবাজার ও হাজারীগলিসহ এতদঞ্চলের জনসাধারণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা এপিককে তার গুণগতমান ধরে রেখে উত্তরোত্তর উন্নতিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্যে উদাত্ত আহ্বান জানান।

এপিক নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখবে: মেয়র নাছিরএপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান প্রকৌশলী এসএম লোকমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, সালেহ জহুর ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল মাহমুদ , এপিক পরিচালক (অপারেশন) ডা. এনামুল হক, নির্বাহী পরিচালক (সেলস এন্ড মাকেটিং) টিএম হান্নান, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন জেনারেল ম্যানেজার ( ল্যাব পরিচালক) ডা. সাইফুদ্দীন মো. খালেদ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন এক্সিকিউটিভ এডমিন মো. হেলাল উদ্দিন।

উল্লেখ্য, এপিক আন্দরকিল্লা শাখায় সকল ধরণের প্যাথলজি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সম্পূর্ণ ডিজিটাল এক্স-রে, ওপিজি, ডেন্টাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, হলটার, এবিপিএম, অডিওমেট্রি, টিমপেনোমেট্রিসহ প্রায় সকল প্রকার ডায়াগনস্টিক সুবিধাএবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ ও সেবা দেওয়া হবে।

‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে’ এ স্লোগানে ২০১৫ সালে যাত্রা শুরু করে চকবাজারে আধুনিক ডায়াগনস্টিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ার।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM