মালদ্বীপেও উষ্ণতা ছড়ালেন নুসরাত

0

মালদ্বীপের অপরূপ সৌন্দর্যের মাঝে নিজের সৌন্দর্যও মেলে ধরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত।

মূলত ছুটি কাটাতেই মালদ্বীপে গিয়েছেন নুসরাত। ছুটি উপভোগের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শুক্রবার পোস্ট করেন তিনি।

ছবিতে কখনও তাঁকে দেখা গেছে বোটের উপর লাস্যময়ী ভঙ্গিতে পা ছড়িয়ে বসে থাকতে। আবার কখনো তাঁর চোখে সানগ্লাস আর গায়ে প্রিন্টেড লাল বিকিনি।

ছবিতে সুইমিংপুলেও দেখা গেছে নুসরাতকে। সেখানে তাঁর পরনে ছিল ম্যাজেন্টা রঙের বিকিনি। সুইমিংপুলের জলে ভাসতে ভাসতে তিনি খাবারও খেয়েছেন।

সদা হাস্যময় মুখে তাঁর এসব ছবিতেই এখন মজেছে নেটদুনিয়া।

উল্লেখ্য, ২০০৯-এ ‘কাল কিসনে দেখা’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় নুসরাত বারুচার।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM