অক্টোপাস থেকে ঈগলকে উদ্ধারের ভিডিও ভাইরাল

0

আমেরিকায় জেলেরা নৌকা নিয়ে বের হয়েছিলেন ভ্যাঙ্কুবার দ্বীপে স্যামন মাছ ধরতে। এ সময় জেলেরা একটি ঈগলকে জলে ডুবতে দেখে নৌকা নিয়ে এগিয়ে যান।

কাছে গিয়ে দেখেন, একটি অক্টোপাস তার শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরেছে ঈগলটিকে। এরপর ঈগলটিকে বাঁচাতে তৎপর হন জেলেরা। অক্টোপাসের শুঁড়ের প্যাঁচ থেকে তারা মুক্ত করেন ঈগলটিকে।

নৌকায় থাকা জেলেদের একজন এ ঘটনার ভিডিও করেন। এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM